en

যাতায়াত ব্যবস্থার উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব

উত্তর(১):- ১) যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী বহন করতে হয়,
ফলে দূর্ঘটনা ঘটে।
২) অতিরিক্ত যানবাহনের জন্য নতুন নতুন রাস্তার প্রয়োজন হয়,ফলে কৃষি জমি কমে যাচ্ছে।

উত্তর(২):- ১ যানবাহনের সংখ্যা বেড়ে যায়
২ জানযট বেশি হয়
৩ সড়ক দুর্ঘটনা বেশি হয়
৪ জানবাহনের ঘাটতি দেখা যায়

উত্তর(৩):- জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের যাতায়াত ব্যবস্থার অনেক অবনতি হচ্ছে। রাস্তাঘাটে যাঞ্জত বৃদ্ধি পেয়েছে, যানবাহনের সংকট দেখা দিচ্ছে। মানুষদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উত্তর(৪):- জনসংখ্যা বৃদ্ধির ফলে যাতায়াত ব্যাবস্থার উপর মারাত্নক প্রভাব পড়ছে। অতিরিক্ত জনসংখ্যা্র চাহিদা মিটাতে যানবাহনের পরিমাণও বাড়ছে তার সাথে সাথে বাড়ছে যানজট আর দুর্ঘটনা। যানবাহনের পরিমাণ বাড়লেও রাস্তার আয়তন বাড়ছে না। তাই দিন দিন যানজট বেড়েই যাচ্ছে। সড়ক,রেল, ও পানিপথে যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন জনগণকে।

আরও জানুন:-

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো